কলকাতা

পুজোর আগেই চালু হচ্ছে উল্টোডাঙা উড়ালপুল

কলকাতাঃ পুজোর আগেই চালু হতে চলেছে উল্টোডাঙা উড়ালপুল। কেএমডিএ নিযুক্ত ব্রিজ অ‍্যাডভাইসরি কমিটি বুধবার এমনই প্রস্তাব দিয়েছে। ফলে পঞ্চমীর সন্ধ‍্যায় অথবা ষষ্ঠীর সকাল থেকেই চালু হয়ে যাবে উল্টোডাঙ্গা উড়ালপুল। ফাটল দেখা দেওয়ায় গত ৯ সেপ্টেম্বর পূর্ত দফতর উড়ালপুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর থেকে বিমানবন্দরগামী লেনটি চালু হলেও বন্ধ ছিল বাইপাসের দিকে যাওয়ার ফ্ল্যাঙ্কটি।কেএমডিএ সেইসময় জানায়, সংস্কারের জন্য প্রায় দু’মাস সময় লেগে যাবে। ফলে, কাজ শেষ হওয়া সম্ভব নয়। এরপরেই পুজোর ভিড় সামাল দিতে ভিআইপি রোড থেকে কেষ্টপুর খালের উপর ‘বেইলি ব্রিজ’ তৈরির সিদ্ধান্ত নেয় রাজ‍্য সরকার। সেই বেইলি ব্রিজের কাজ শেষের পথে। আবার সুখবরও শোনাল কেএমডিএ। কারণ, উল্টোডাঙা উড়ালপুলের মেরামতির কাজ সম্পূর্ণ। ফলে আগামিকাল থেকেই তা খুলে দেওয়া হবে।প্রসঙ্গত, উড়ালপুলে ফাটল দেখা যাওয়ার পরে উল্টোডাঙা উড়ালপুল পরিদর্শন করেন ৬ সদস্যের বিশেষজ্ঞ টিম। তাঁদের রিপোর্টের উপর ভিত্তি করেই উড়ালপুলের এয়ারপোর্টগামী অংশ খুলে দেওয়া হয়। তবে বাইপাসগামী ফ্ল্যাঙ্ক খোলার অনুমতি মেনেনি।বিশেষজ্ঞরা জানান, শুধুমাত্র পায়ার ক্যাপেই নয়, সেতুর একাধিক অংশে ফাটল রয়েছে। সেই সব জায়গায় ইস্পাতের স্তম্ভ দিয়ে ভারবহনের ক্ষমতা বাড়ানো হবে। সেই কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ম্যাকিনটোস বার্ন নামে একটি সংস্থা মেরামতির কাজ করেছে। এবার শুধুই উড়ালপুল খোলার অপেক্ষা। আর এই উড়ালপুল খুলে দিলে যেভাবে বাইপাস অবরুদ্ধ হয়ে যাচ্ছে গত দু’দিন ধরে, তা থেকে অনেকটাই স্বাভাবিক হবে বলে মত ট্র্যাফিক কর্তাদের।