কলকাতাঃ মহাত্মা গান্ধির সার্ধশতবর্ষ জন্মজয়ন্তী অনুষ্ঠানে নাম না করে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মেয়ো রোডে রাজ্য সরকারের তরফে গান্ধিজির প্রতি শ্রদ্ধা জানানো হয়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, গান্ধিজির শান্তি, অহিংসার পথে চলাই মূল লক্ষ্য। সেখানে নতুন করে কারও পরামর্শ বা উপদেশ দেওয়ার প্রয়োজন নেই।একদিন আগেই শহরে এসে এনআরসি নিয়ে একপ্রস্ত হুমকি দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবশ্য তার পাল্টা সৌজন্য দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপির উদ্দেশে মঙ্গলবারই তিনি জানিয়েছিলেন, বিভেদের রাজনীতি বাংলায় চলবে না। এদিন ফের বিজেপিকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পরোক্ষে বুঝিয়ে দিলেন, ধর্মীয় ভেদাভেদের রাজনীতি করে গান্ধিজিকে শ্রদ্ধা জানানো সম্ভব নয়। তাঁর কথায়, ‘অহিংসা, শান্তি, মৈত্রীর বানী গান্ধিজির থেকে শিখেছি। তা নিয়েই চলব।’ এর পাশাপাশি তিনি বলেন, ‘জাতীয় নেতা তাঁরাই হন যাঁরা ধর্মীয় ভেদাভেদ ভুলে সব ধর্মের, বর্ণের, জাতের মানুষকে নিয়ে চলতে পারেন।’ এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। বিজেপি এবং সঙ্ঘ পরিবারকে খোঁচা দিয়ে তাঁর সংযোজন, ‘গান্ধিজির নীতি গণতন্ত্রকে মজবুত করে। ভারতে কারও নতুন করে উপদেশ দেওয়ার প্রয়োজন নেই।’