হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার তাঁর আবেদন খারিজ করার পাশাপাশি উচ্চ আদালতের তরফে ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন তিনি। জানা যাচ্ছে, আবগারি দুর্নীতি মামলায় ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে বুধবার সকাল ১০ টা নাগাদ শীর্ষ আদালতে মামলাটি পেশ করবেন অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবীরা এবং জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানাবেন। এদিকে আপের তরফে বলা হয়েছে, “কেজরিওয়াল ও আপকে ধ্বংস করে দিতে ভয়ংকর রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে।” কেজরিওয়াল যে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছেন সে আভাষ মঙ্গলবারই দিয়েছিলেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, “আশা করছি রাজ্য সভার সাংসদ সঞ্জয় সিংয়ের মতোই দেশের শীর্ষ আদালত স্বস্তি দেবেন কেজরিওয়ালকে।” সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অরবিন্দ কেজরিওয়ালের আবেদনের উল্লেখ করলেন আইনজীবী অভিষেক মনু সিংভি। প্রধান বিচারপতি বলেন, দ্রুত শুনানি চেয়ে রেজিস্ট্রারের কাছে ইমেইল করুন। কেজরিওয়ালের আইনজীবীরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ইমেইল মারফত দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন। অভিষেক মনু সিংভি আদালতে সে কথা জানালেন। প্রধান বিচারপতি জানালেন, আজই আবেদন দেখে শুনানির দিন ধার্য করা হবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় এজেন্সির বিরোধিতা করে কেজরিওয়াল এর আগে জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। তবুও তাঁকে জোর করে আবগারি দুর্নীতি মামলায় ফাঁসাচ্ছে ইডি।