হক জাফর ইমাম, মালদা: রাজনৈতিক দলে ভাঙন অব্যাহত মালদা জুলায়। তবে এবার আর কংগ্রেস দল থেকে নয় । সিপি আই (এম) এবং বিজেপি দল থেকে । সোমবার শহরে তৃণমূলের দলীয় কার্যালয়ে দুই দল থেকে একশোরও বেশী কর্মী সমর্থক মৌসম বেনজির নূরের হাত ধরে তৃণমূলে দলীয় পতাকা ধরে যোগ দান করেন। এই দিন যোগদান করেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা অঞ্চল কর্মীরা। সোমবার শহরের রথবাড়ি এলাকায় সিপিএম এবং বিজেপি ছেড়ে কর্মীরা যোগ দেয় তৃণমূলে । দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তর মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর। কার্যালয়ে এদিন উপস্থিত ছিলেন, মালদা জেলার সাধারণ সম্পাদক শ্রী হেমন্ত শর্মা মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী, নবাগতদের বিষয়ে মৌসম বেনজির নূর সংবাদমাধ্যমকে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে বিজেপি ও সিপিআই(এম) ছেড়ে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করে আজ। অন্যদিকে সিপিআই (এম) ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া পূর্ণিমা রায় জানান, সিপিএম এর নেতৃত্বে বিগত দিনে হরিশ্চন্দ্রপুরে কোন উন্নয়ন হয়নি। তাই তাঁরা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।