কলকাতা

কালীঘাট ব্রিজে বন্ধ হচ্ছে ভারী যান চলাচল

কলকাতা: টালা ব্রিজের পর এবার কালীঘাট ব্রিজ। বন্ধ হচ্ছে ব্রিজের উপর ভারী যান চলাচল। শীঘ্রই হাইট বার বসতে চলেছে কালীঘাট ব্রিজে। বৃহস্পতিবার এমনটাই খবর মিলল কেএমডিএ সূত্রে।পুজোর আগেই রাজ্যজুড়ে ব্রিজগুলির স্বাস্থ্যপরীক্ষার কাজ শুরু হয়েছিল। কয়েকদিন যাবৎ শহরের বিভিন্ন ব্রিজ বন্ধ রেখে চলে স্বাস্থ্যপরীক্ষার কাজ। সেইজন্যই এবার আপাতত ভারী গাড়ি চলাচল বন্ধ রয়েছে কালীঘাট ব্রিজের উপর। বিশেষ করে পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে সেখানে।কিন্তু অনেকসময়ই নির্ধারিত সীমার বেশি উচ্চতায় মাল বোঝাই করে বিভিন্ন ব্রিজে লরি বা ট্রাক চলাচল করে। আর তা বন্ধ করতেই এবার এই ব্রিজে হাইট বার বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। জানা গিয়েছে, আগামী তিন মাসের মধ্যে এই হাইট বার বসানোর কাজ শেষ করা হবে। ঠিক একই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে টালা ব্রিজের উপর ভারী যান চলাচলও। নবান্নে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে বৈঠকে ঠিক হয় ৩ টনের বেশি ওজনের গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে টালা ব্রিজে। ভারী গাড়ি, পণ্যবাহী ট্রাক চলাচলের কারণে টালা ব্রিজের মতো কালীঘাট ব্রিজের অবস্থাও খারাপ। পুজোর মুখে টালা ব্রিজ নিয়ে এমনিতেই দুর্ভোগে সাধারণ মানুষ। এরপর কি এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কালীঘাট ব্রিজও? এই প্রশ্নই ভাঁজ ফেলেছে সকলের কপালে।