কলকাতা: পুলিশি জুলুমের অভিযোগে পঞ্চমীর সকাল থেকে পথ অবরোধে নামেন উল্টোডাঙ্গা রুটের অটো চালকেরা।কলকাতা শহরের নির্দিষ্ট এই রুটের অটো চালকদের বিরুদ্ধে অভিযোগ গন্ডাখানেক। বিধাননগরের বিভিন্ন রুটে মর্জি মতো ভাড়া হাঁকা থেকে শুরু করে ব্যস্ত সময়ে সেক্টর ফাইভের পেশাদারদের থেকে তোলাবাজির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। প্রায়শই অভিযোগ মিলছে নির্দিষ্ট রুট ভেঙে অটো চালানোর। আর এসব নিয়েই এখানকার অটো চালকদের সঙ্গে একাধিকবার সংঘাত বাঁধতে দেখা গিয়েছে পুলিশের।সম্প্রতি দুর্গাপুজো উপলক্ষ্যে পুজোর ভিড় সামলাতে অটো পরিষেবা বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছিল পুলিশ। পুজোর ভিড় নিয়ন্ত্রণে ষষ্ঠী বিকেল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত উল্টোডাঙ্গা থেকে বিধাননগরের চারটি রুটে অটো পরিষেবা বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছিল কলকাতা পুলিশ। দশমী পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে বলে জানিয়েছিল তাঁরা।বুধবার বিকেলে এই নির্দেশিকা জারির পর বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ পথ অবরোধে সামিল হন চালকরা। তাঁদের দাবি, এর ফলে তাঁদের আয়ের উৎস বন্ধ হয়ে যাব। তাহলে তাঁরা খাবেন কি? যদিও প্রায় ১ ঘণ্টা চলার পর অবরোধ তোলেন চালকরা। জানান, আধ ঘণ্টার মধ্যে পুলিশ এই নির্দেশিকা প্রত্যাহার না করলে ফের অবরোধে নামবেন তাঁরা। অবরোধের জেরে পঞ্চমীর বেলা বাড়তেই যানজট ছড়ায় উত্তর কলকাতার কিছু এলাকায়।