মধ্যমগ্রামের বাড়ি থেকে বারাসতের কার্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন কাকলি ঘোষ দস্তিদার ৷ বারাসতের সাংসদ তথা ওই আসনের তৃণমূল প্রার্থীর মাথায় আঘাত লেগেছে ৷ আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর ৷ জানা গিয়েছে, বুধবার দুপুরে মধ্যমগ্রাম জেলা তৃণমূল কার্যালয়ে বিরোধী দল থেকে যোগদান কর্মসূচি ছিল। সেখানেই আসার জন্য দুপুর আড়াইটের পর মধ্যমগ্রাম বাদুরোড সংলগ্ন বাড়ি থেকে বেড়িয়েছিলেন তৃণমূল প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। অভিযোগ, তখনই দ্রুত গতিতে আসা একটি চারচাকা গাড়ি প্রার্থীর গাড়িতে সজোরে ধাক্কা মারে। সেই ঝাকুনিতেই গাড়ির মধ্যে বসে থাকা অবস্থায় মাথায়, ঘাড়ে এবং হাতে আঘাত লাগে কাকলিদেবীর। তবুও অসুস্থ অবস্থায় তিনি মধ্যমগ্রাম পার্টি অফিসের যোগদান কর্মসূচিতে হাজির হন। তারপরে সেখান থেকেই চিকিৎসার জন্য কাকলিদেবী যান বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সহ মাথার সিটি স্ক্যান করা হয়েছে বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বেশ কিছুক্ষণ হাসপাতালে পর্যবেক্ষণে রাখার পর সন্ধ্যায় তৃণমূল প্রার্থী বাড়িতে এসেছেন বলেই জানা গিয়েছে।