লাদাখের লেহ পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যেখানে তিনি সিয়াচেনে মোতায়েন সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। আজ সকালেই দিল্লি থেকে বিমানে সিয়াচেনের উদ্দেশে রওনা দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি X-এ পোস্টটি শেয়ার করে লিখেছেন যে আমি দিল্লি থেকে সিয়াচেনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে মোতায়েন আমাদের সাহসী সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে আলাপচারিতার জন্য উন্মুখ। সিয়াচেনে সৈন্যদের সঙ্গে বৈঠকের সময় ভারত মাতা কি জয়ের জোরে স্লোগান ওঠে। এ সময় রাজনাথ সিংও সেখানে উপস্থিত ছিলেন। সিয়াচেন বেস ক্যাম্পে সেনাদের উদ্দেশে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহে আপনারা যেভাবে দেশকে রক্ষা করছেন। আমি এর জন্য আপনাকে অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, সিয়াচেন ভূমি কোনো সাধারণ ভূমি নয়। এটি একটি প্রতীক। এটি দেশের সার্বভৌমত্ব এবং সংহতির প্রতিনিধিত্ব করে। আমাদের জাতীয় রাজধানী দিল্লি, মুম্বাই আমাদের অর্থনৈতিক রাজধানী, আমাদের প্রযুক্তিগত রাজধানী বেঙ্গালুরু, কিন্তু সিয়াচেন বীরত্ব ও সাহসের রাজধানী।