জেলা

‘২৬ হাজার পরিবারের রুজিরুটি শেষ’, চাকরি বাতিলে তৃণমূলকে দুষলেন মোদি

চাকরি বাতিল নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। লোকসভা ভোট ঘোষণার পর চতুর্থ বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার মালদা উত্তরে ভোটপ্রচার করলেন মোদি। রাজ্যে তৃতীয় দফায় আগামী ৭ মে ভোট রয়েছে মালদার দুই আসনে। তার আগেই প্রচারে এসে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে রাজ্যের শাসকদলকে আক্রমণ করলেন মোদি। নরেন্দ্র মোদির বক্তব্য, ‘তৃণমূল রাজ্যের যুবক-যুবতীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। এদের জন্য শিক্ষা ক্ষেত্রে এমন দুর্নীতি হয়েছে যে, ২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে। রুজিরুটি চলে গিয়েছে। যুব সমাজের উন্নতির সমস্ত পথ বন্ধ করে দিয়েছে তৃণমূল।’ তারই সঙ্গে বিজেপির সরকার বাংলার জন্য কী করেছে তারও খতিয়ান দেন প্রধানমন্ত্রী। এদিন মালদার সভা থেকে কংগ্রেস ও তৃণমূলকে একযোগে আক্রমণ করেন মোদি। তাঁর দাবি, কংগ্রেস এবং তৃণমূলের জোট রয়েছে। তুষ্টিকরণের জন্য এই দুই দল যা খুশি করতে পারে। মালদহে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি আরও বলেন, ‘তুষ্টিকরণের জন্য তৃণমূল এবং কংগ্রেস সিএএ বিরোধিতা করছে।’