খেলা

ঘরের মাঠে চেন্নাইকে হারালো পঞ্জাব

চেন্নাইয়ের মাটিতে সহজ জয় তুলে নিল পঞ্জাব কিংস। চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারাল পঞ্জাব। চেন্নাইয়ের ৭ উইকেটে ১৬২ রানের জবাবে পঞ্জাব ১৭.৫ ওভারে তুলল ৩ উইকেটে ১৬৩ রান। পর পর দু’ম্যাচ জিতে আইপিএলের প্লেঅফের দৌড়ে চলে এল পঞ্জাবও। ১০ ম্যাচে ৮ পয়েন্ট হল পঞ্জাবের। টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক সাম কারেন। রাহানে ২৪ বলে ২৯ রান করেন। মারেন ৫টি চার। তিনি আউট হওয়ার পরেই চেন্নাইয়ের রান তোলার গতি কমে যায়। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের দুই সদস্য শিবম দুবে (শূন্য) এবং রবীন্দ্র জাডেজা (২) চাপে ফেলে দেন দলকে। বিনা উইকেটে ৬৪ থেকে ৩ উইকেটে ৭০ হয়ে যাওয়ার পর চেন্নাইয়ের ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক রুতুরাজ। ২২ গজে সঙ্গে পান সমীর রিজ়ভিকে। যদিও রান তোলার গতি বৃদ্ধি করতে পারেননি তাঁরা। রিজ়ভি ২৩ বলে ২১ রান করে কাগিসো রাবাডার বলে আউট হয়ে যান। তার পর রুতুরাজের সঙ্গে যোগ দেন মইন আলি। তিনি করেন ৯ বলে ১৫। দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিতে কার্যত একাই লড়েন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ব্রাত্য চেন্নাই অধিনায়ক। ৪৪ বলে অর্ধশতরান পূর্ণ করার পর আগ্রাসী ব্যাটিং শুরু করেন তিনি। শেষ পর্যন্ত রুতুরাজের ব্যাট থেকে এল ৪৮ বলে ৬২ রান। মারেন ৫টি চার এবং ২টি ছয়। তিনি আউট হওয়ার পর ১৩ বল বাকি থাকতে নামেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি শেষ বলে আউট হন ১১ বলে ১৪ রান করে। মারেন ১টি করে চার এবং ছয়। এ বারের আইপিএলে এই প্রথম আউট হলেন ধোনি। তাও ইনিংসের শেষ বলে দৌড়ে ২ রান নিতে গিয়ে। ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন ড্যারিল মিচেল।