এবার ভোটের প্রচারে বেরিয়ে সাংবাদিককে চড় মারার অভিযোগ উঠল কংগ্রেস বহরমপুরের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে। বুধবার কান্দি মহকুমার কুলি বড়োয়া এলাকায় ভোট প্রচার সেরে বেরিয়ে আসার সময় বৈদ্যুতিন মাধ্যমের এক সংবাদকর্মীর প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। মঙ্গলবার জঙ্গিপুরের প্রার্থী মোর্তাজা হোসেনের সমর্থনে গত মঙ্গলবার নির্বাচনী সভা করেন অধীর রঞ্জন চৌধুরী। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে জেতানো।” এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওই সাংবাদিক আজ বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে জানতে তিনি এখন কী বলবেন। অভিযোগ, প্রশ্ন শুনে মেজাজ হারিয়ে সেই সময় ওই সাংবাদিককে প্রথমে ধাক্কা মারেন। তার পর জামার কলার ধরে চড় মারেন। আগেও ভোট প্রচারে বেরিয়ে মেজাজ হারাতে দেখা গিয়েছে অধীর চৌধুরীকে। গত মাসে এক তৃণমূল কর্মীকে চড় মারার অভিযোগ ওঠে বহরমপুরের সাংসদের বিরুদ্ধে।