লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন মুকুটমণি অধিকারী। তাঁকেই এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির জগন্নাথ সরকারের বিরুদ্ধে লোকসভার প্রার্থী করেছে তৃণমূল। তরুণ মুখ মুকুটমণি চিকিৎসক। মতুয়া মহলেও ব্যাপক জনপ্রিয়। স্বাভাবিকভাবেই তাঁকে প্রার্থী করা তৃণমূলের ‘মাস্টারস্ট্রোক’ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। এদিকে স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী থেকে থেকে আলাদা থাকেন, তা হলফনামায় জানিয়েছিলেন মুকুটমণি অধিকারী। বিয়ের কয়েকদিনের মাথায় তাঁর বিরুদ্ধে তিলজলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন স্বস্তিকা ভুবনেশ্বরী। এবার সেই স্বস্তিকাই যোগদান করলেন বিজেপিতে। শনিবার তাহেরপুরে মিঠুন চক্রবর্তীর হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন স্বস্তিকা। যদিও স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, আইনিভাবে মুকুটমণি এবং স্বস্তিকার বিচ্ছেদ না হলেও তাঁদের সম্পর্ক যে তলানীতে, তা কারও কাছে অজানা নয়। উল্লেখ্য, ২০২৩ সালে বিজেপিতে থাকাকালীন মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে তিলজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তাঁর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। বিয়ের ১১ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ নিয়ে আসা হয়।