কলকাতা

আজ দক্ষিণবঙ্গের ১০ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে রবিবার থেকে ঝড়বৃষ্টি শুরু হবে । আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গের এই ১০ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ  কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম।  কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবারে  কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই ঝড়বৃষ্টি হবে। ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার বাংলা জুড়েই বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। যার জন্য সতর্কতা জারি করা হয়েছে।