জেলা

খড়্গপুরে মোদির সভার আগে ঝাড়গ্রামে বিজেপির সাংসদ কুনার হেমব্রম যোগ দিলেন তৃণমূলে

ব্যক্তিগত কারণে আগেই দল ছেড়েছিলেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরের মাঝেই জোড়া ফুল শিবিরে যোগ দিলেন ১৯৮৮-৮৯ ব্যাচের আইআইটি খড়গপুরের প্রাক্তনী। বিজেপি ত্যাগের পর থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিলই। অবশেষে রবিবার নয়াগ্রামে অভিষেকের  হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। কুনারের এই যোগদানে ঝাড়গ্রামে তাদের জয় আরও সুনিশ্চিত হল বলে দাবি শাসকদলের। চলতি বছরের ৯ মার্চ বিজেপির সঙ্গ ত্যাগের কথা ঘোষণা করেন ঝাড়গ্রামের সাংসদ। তবে সেই সময় দলত্যাগ নিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন, “দল ছাড়ার কথা চিঠি লিখে জানিয়ে দিয়েছি। আমি ব্যক্তিগত কারণেই দল ছাড়লাম। যতটা মনে করেছিলাম ততটা কাজই করেছি। কাজ আটকানো হয়নি। দলত্যাগ নিয়ে কিছু বলারও নেই। কোনও ক্ষোভ-বিক্ষোভও নেই। কিন্তু আমি আর দলে থেকে কাজ করতে চাইছি না। অন্য দলে যাওয়ার কথা ভাবিনি, ভবিষ্যতেও ভাবব না।” ওদিকে ভোট ঘোষণার পর বিজেপির প্রার্থীতালিকা ঘোষণা হলে দেখা যায় ঝাড়গ্রাম থেকে চিকিৎসক প্রণত টুডুকে প্রার্থী করে গেরুয়া শিবির। তখনও রাজনীতির ময়দানে দেখা যায়নি কুনার হেমব্রমকে। রবিবার হঠাৎই নয়াগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তৃণমূলে যোগদান করেন তিনি। সভার শুরুতেই অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি।