জেলা

সন্দেশখালিতে প্রিয়দর্শনীর হাত ধরে বিজেপির ৫০ পরিবার যোগ দিল তৃণমূলে

সন্দেশখালিতে ফের বিজেপিতে ভাঙ্গন। আন্দোলনের মধ্যেই প্রতিবাদীরা তৃণমূলে যোগদান করলেন। রবিবার সন্দেশখালির বেড়মজুরে এক জনসভায় তাদের হাতে পতাকা তুলে দিয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কন্যা প্রিয়দর্শনী হাকিম বলেন,আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় মনের মানুষ। তাই যারা ভুল বুঝে আমাদের বিরুদ্ধে চলে গিয়েছিলেন তাদের ফিরে আসাটাকে দল সহজভাবে নিতে পারছে। রবিবার সন্দেশখালির বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েতের বাগদি পাড়া স্কুল মাঠে বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজী নুর ইসলামের সমর্থনে এক জনসভায় বেরমজুর ২ এর বিজেপির কার্যকর্তা শিক্ষক মহাদেব নস্করের নেতৃত্বে ৫০ টি বিজেপি পরিবার তৃণমূলে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে এমনই মন্তব্য করেন প্রিয়দর্শিনী। তিনি আরো বলেন সন্দেশখালির সম্প্রীতি যাতে নষ্ট না হয় আমরা সেদিকে লক্ষ্য রেখেই যারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তাদেরকে সাদরে দলে গ্রহণ করছি। তবে এটা জেনে রাখা দরকার, বিজেপি পরিকল্পিতভাবে সারাদেশে সন্দেশখালির মা-বোনেদের নামে বদনাম ছড়িয়ে তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত করতে চাইছে। এর জন্য যারা দল ছেড়ে বিপথে চালিত হয়েছিল তারা ভুল বুঝতে পেরে ফিরে আসছে। এদিন বিজেপি ছাড়াও আইএসএফের কয়েকজন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। ধর্মীয় ভাবাবেগ সরিয়ে উন্নয়নের শরিক হতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা পেয়েছি। এমনটাই বলছেন দলত্যাগী বিজেপি সমর্থকরা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক প্রমুখ।