জেলা

শোকজের পর এবার সেন্সর, ২৪ ঘন্টা প্রচার করতে পারবেন না বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এর আগেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করেছিল নির্বাচন কমিশন, ভোটের মুখে এবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘সেন্সর’ করল কমিশন। । আগামী ২৪ ঘন্টা প্রচার করতে পারবেন না তিনি। একইসঙ্গে চিঠিটি বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাকেও পাঠানো হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আজ সোমবার বিকেল ৫টা থেকে ২৪ ঘণ্টার জন্য তাঁকে সেন্সর করা হল। বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিকমহলে। সম্প্রতি সন্দেশখালি সংক্রান্ত একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। যার জেরে নির্বাচনী লড়াইতে কার্যত কিছুটা ব্যাকফুটে চলে যায় বিজেপি। আর এই আবহেই তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ও অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে প্রকাশ্যে কুকথা বলার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে গিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল ।