জেলা

ফসল নষ্ট করে প্রধানমন্ত্রী মোদির নির্বাচনী মিটিং, চাষিদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

রবিবার মোদির সভার জন্য দফারফা হয়েছে মাঠের ফসলের। অভিযোগ, ক্ষতিপূরণ মেলেনি। এ নিয়ে বিজেপির বিরুদ্ধে বেজায় ক্ষুব্ধ ওন্দার নিকুঞ্জপুর এলাকার একাংশ চাষি। সোমবার নিকুঞ্জপুরে ওই একই মাঠে প্রধানমন্ত্রীর পাল্টা সভা করে ফসল নষ্টের ইস্যুতে বিজেপিকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও সুজাতা মণ্ডলের সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘মাত্র ২৪ ঘণ্টার নোটিসে আমি এখানে সভা করতে এসেছি। আমাকে কৃষকরা জানালেন যে তাঁদের জমিগুলিকে নষ্ট করে দিয়েছে। তাঁদের ফসল নষ্ট করে দিয়ে মিটিং করে গিয়েছে। চাও শুধু আমাকে গালাগালি দিতে এসেছিল। আজকে কিন্তু আমার এখানে মিটিং ছিল না। আমি এখন মেদিনীপুরে যাব। আমার পাঁশকুড়ায় মিটিং আছে, মেদিনীপুরে র‍্যালি আছে। কিন্তু তা সত্ত্বেও মিথ্যে কথার জবাব দেওয়ার জন্য আর কৃষকদের সমর্থনে এই মিটিংয়ে আমি এসেছি।’ মুখ্যমন্ত্রী কৃষকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের যাঁদের ফসল নষ্ট হয়েছে সেটা প্রশাসন দেখে নেবে যাতে ক্ষতিপূরণ পান।’