আইপিএল এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার-২-এ জায়গা করে নিয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থান এখন কোয়ালিফায়ার-২-এ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে ২৪ মে, ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। আহমেদাবাদে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। বেঙ্গালুরু 20 ওভারে 8 উইকেটে 172 রান করে। রাজস্থান 19 ওভারে 6 উইকেটে লক্ষ্য অর্জন করে। ছক্কা মেরে দলকে জয় এনে দেন রোভম্যান পাওয়েল। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন যশস্বী জয়সওয়াল। রায়ান পরাগ ৩৬ রান করে আউট হন এবং শিমরন হেটমায়ার ২৬ রান করে আউট হন। মোহাম্মদ সিরাজ নেন ২ উইকেট। একটি করে উইকেট পান ক্যামেরন গ্রিন, কর্ণ শর্মা ও লকি ফার্গুসন। একটা ব্যাটার ফুরিয়ে গেল। আরসিবি থেকে রজত পতিদার ৩৪ ও বিরাট কোহলি ৩৩ রান করেন। আইপিএলে ৮ হাজার রান পূর্ণ করেছেন কোহলি। লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। আভেশ খান নেন ৩ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন ২টি সাফল্য।