কলকাতা

শেষলগ্নের প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী, হাঁটলেন ১২ কিলোমিটার

শেষলগ্নের প্রচারে ঝড় তুললেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁটলেন ১২ কিলোমিটার পথ। বৃহস্পতিবার কলকাতা দক্ষিণ ও যাদবপুরের দলীয় প্রার্থীদের সমর্থনে যাদবপুরের সুকান্ত সেতু থেকে গোপালনগর পর্যন্ত দীর্ঘ পদযাত্রা করেন তিনি। চারিদিকে ছিল উচ্ছ্বসিত মানুষের ভিড়। মুখ্যমন্ত্রীকে একবার দেখার জন্য রাস্তার দুদিকে ছিল জনস্রোত। মমতার সঙ্গে পা মেলান সায়নী ঘোষ, মহুয়া মৈত্র, বাবুল সুপ্রিয়-সহ দলের একাধিক তারকা ব্যক্তিত্ব। সকলের উদ্দেশে হাত নাড়েন তৃণমূল সুপ্রিমো। পদযাত্রা শুরুর আগে এদিন ছোট্ট জনসভা করেন মমতা। সুকান্ত সেতুতে মঞ্চ তৈরি থাকলেও সেখানে ওঠেননি তিনি। রাস্তায় দাঁড়িয়ে মাইক্রোফোনেই জনতার উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন তিনি।  মমতা বলেন, ”যাদবপুর সব সময় পাশে থেকেছে। বিজেপি ক্ষমতায় আসছে না। এত মিথ্যা কথা বলা,আগে কোনও প্রধানমন্ত্রীকে দেখিনি।” এদিকে সেই সভা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধ্যান নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৪৮ ঘণ্টার জন্য পাবলিসিটি স্টান্ট দেখাচ্ছেন।” ক্যামেরা নিয়ে ধ্যান করার কী দরকার? মোদিকে কটাক্ষ করে মমতার সংযোজন, ”চেয়ারের দাম আছে। চেয়ারকে কেয়ার করে না। আবার দেখবেন প্রচার শেষ হলেই কোথাও না কোথাও বসে পড়ে। ধ্যান করবেন করুন। তার জন্য ক্যামেরা নিয়ে যাবেন কেন? যা হয় মানুষের জন্য ভাল হয়। মোদি যাক দেশ থাক, মোদি যাক, সংবিধান থাক। ভাল থাকবেন, ১২ কিমি হাঁটতে হবে। আবার দেখা হবে।” বৃহস্পতিবার মালা রায় ও সায়নী ঘোষের সমর্থনে শেষবেলার প্রচারে সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ পথ অতিক্রম করে গোপালনগরে এসে মিছিল থামল, তখনও জনস্রোত।