দেশ

‘ফলাফলে প্রভাব খাটাতে দেশজুড়ে ১৫০ জেলাশাসককে ফোন করেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’, অভিযোগ জয়রামের

দেশের ৫৭টি লোকসভা কেন্দ্রে চলছে অন্তিম দফার ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ আনলেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। শনিবার বিকেল ৪টে ৩৬ মিনিট নাগাদ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই অভিযোগ করেন কংগ্রেস নেতা। জয়রাম অভিযোগ করলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ধরে ধরে গোটা দেশের সব জেলা শাসকদের ফোন করা শুরু করেছেন। এখনও পর্যন্ত দেড়’শ জন জেলা শাসকের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। কংগ্রেস সাধারণ সম্পাদক বলেন, এর মানে পরিষ্কার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জেলা শাসকদের ভয় দেখাচ্ছেন, তাঁদের শাসানি দিচ্ছেন। একইসঙ্গে এই কংগ্রেস নেতা বলেন, জেলাশাসকরা যেন কোনও চাপের কাছে নতিস্বীকার না করেন। সংবিধানের শপথ নিয়েছেন তাঁরা। সেই মোতাবেক যেন কাজ করেন। কারণ, মনে রাখতে হবে, তাঁদের উপরও নজর থাকবে। শনিবার সন্ধে থেকে বুথ ফেরত সমীক্ষার সম্প্রচার শুরু হবে। তা নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিতর্কও হবে। এই বিতর্ক থেকে কংগ্রেস নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ দিন জয়রাম রমেশ বলেন, একটা কথা বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী বুঝে নিন। জনমত, মানুষের ইচ্ছারই জয় হবে। ৪ জুন মিস্টার মোদী, শাহ আর বিজেপির এক্সিট হবে। ইন্ডিয়ার জনবন্ধনই জিতবে।