কলকাতা

‘স্ট্রং রুমে কড়া পাহারা দিতে হবে, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং স্টেশন ছেড়ে কেউ যাবেন না’, দলের কর্মীদের বার্তা অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠমহলে সাফ জানিয়ে দিয়েছেন, ‘এক্সিট পোল সম্পূর্ণ মিথ্যা। বিরোধীদের মনোবল ভাঙতেই সাজানো হয়েছে এই অঙ্ক। এটা বিজেপির ভাঁওতা ছাড়া আর কিচ্ছু নয়। সবটাই ওদের কথামতো করেছে একশ্রেণির সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা। এই এক্সিট পোল কেউ বিশ্বাস করবে না।’ কংগ্রেস পর্যন্ত এই বুথফেরত সমীক্ষাকে ‘সরকারি’ বলে কটাক্ষ করেছে। মমতা আরও বলেছেন, ‘এই চিত্রনাট্য আগে থেকেই তৈরি করা ছিল। এরপর দেখবেন সোমবার শেয়ারবাজার চাঙ্গা হবে। কিন্তু দলের কর্মীদের এসব এক্সিট পোলে গুরুত্ব দেওয়া উচিত নয়। বরং স্ট্রং রুমে আরও কড়া পাহারা দিতে হবে। গণনাতেও সবদিক ঠিকমতো নজর রাখতে হবে। ভাঁওতাবাজরা জব্দ হবেই।’ এই তথ্যকে সামনে রেখেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ঘনিষ্ঠমহলে বলেছেন, ‘এক্সিট পোল একাধিকবার ভুল প্রমাণিত হয়েছে। ৪ তারিখের জন্য আমাদের অপেক্ষা। দলের কর্মীদের বলব, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং স্টেশন ছেড়ে কেউ যাবেন না। বিরোধীদের মনোবল ভাঙতেই সাজানো হয়েছে এই এক্সিট পোলের অঙ্ক।’  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলেছে কংগ্রেস। দলের মুখপাত্র জয়রাম রমেশের দাবি, এদিন অন্তত ১৫০ জন জেলাশাসককে ফোন করেছেন শাহ। তাঁদের ভয় দেখানো হচ্ছে। বুথফেরত সমীক্ষা ইস্যুতে জয়রামের সাফ কথা, ‘৪ জুন যাঁর গদিচ্যুত হওয়া একরকম নিশ্চিত, তিনি এই এক্সিট পোল ম্যানেজ করেছেন। বিদায়ী প্রধানমন্ত্রী এই তিন দিন নিশ্চিন্ত থাকতে পারেন। এসব মনস্তাস্ত্বিক খেলা।’