মালদা

দুর্গাপূজা উপলক্ষে নবমীর দিনে অভিনব উদ্যোগ অবসরের জীবন শিখা স্বেচ্ছাসেবীর

হক জাফর ইমাম: মালদা: দুর্গাপূজা উপলক্ষে নবমীর দিনে অভিনব উদ্যোগ অবসরের জীবন শিখা স্বেচ্ছাসেবী সংস্থার। অবসরের জীবন শিখা স্বেচ্ছাসেবী সংস্থা সাত বছর ধরে বিভিন্ন নতুন নতুন মানবকল্যাণের কাজ করে আসছে। প্রতিবছর দুর্গাপুজোর উৎসবের সময় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে এসে দাঁড়ায়।সামাজিক অবক্ষয়ের শিকার হওয়া মানুষের পাশে থেকে এগিয়ে যাওয়ার রসদ যোগায়। তাই এ বছরও তার ব্যতিক্রম হয়নি। নবমীর দিনে সংস্থার পক্ষ থেকে দুস্থ অভাবী ক্যান্সার রোগীদের ঔষধ প্রদান, দুস্থ অভাবী পুরুষ মহিলা থেকে বাচ্চাদের পূজার নতুন বস্ত্র প্রদান করেন। এই দিন দুষ্ট মানুষদে হাতে নতুন জামাকাপড় ঔষধপত্র কে চোখে মুখে খুশির ছোঁয়া দেখা গিয়েছে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা ভুতনি থানার ওসি অভিষেক তরফদার, বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত গাঙ্গুলী, পার্থ মুখার্জী প্রমূখ। অবসরের জীবন শিখা স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার তথা মালদা জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত গঙ্গোপাধ্যায় বলেন আমাদের লক্ষ্য হল সব ধরনের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে আমরা বাচ্চাদের দিকে বিশেষ নজর রাখি। যাতে তারা এগিয়ে যেতে পারি যাতে তারা কোন খারাপ কাজের সঙ্গে জড়িয়ে না পরে। দুষ্ট অভাবী ক্যান্সার রোগীর ওষুধ দিতে পেরে আমরা খুব আনন্দিত।