দেশ

ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুলকেই বিরোধী দলনেতা চাইছে কংগ্রেস শিবির

এই অষ্টাদশ নির্বাচনে কংগ্রেসের রেজাল্ট নিয়েও বিশ্লেষণ হচ্ছে বৈঠকে। এইবারের নির্বাচনে ওয়ানাড় ও রায়বারেলি দুটি কেন্দ্র থেকেই জয়লাভ করেছেন সোনিয়া তনয়। তাঁর কাছে ধরাশায়ী হয়েছে বিজেপি। এদিন বৈঠক শুরু হওয়ার আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা তামিলনাড়ুর সাংসদ মানিকম ঠাকুর বলেন, “এই বৈঠকে আমরা কংগ্রেসের ফলাফল নিয়ে আলোচনা করব। যে যে জায়গায় খামতি রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। আমরা সকলেই চাই রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসাবে দেখতে। বিকাল সাড়ে ৫ টায় কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে চেয়ারপার্সন বেছে নেওয়া হবে। আমরা চাই রাহুল গান্ধীই দলকে নেতৃত্ব দিক।” শনিবার দুপুরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এ কথা জানালেন দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে। এছাড়া কংগ্রেস শাসিত যে রাজ্যগুলিতে লোকসভা ভোটে দলের ফল খারাপ হয়েছে, সেগুলিতে বিশেষ ভাবে নজর দেওয়ার কথা বলেছেন খড়্গে। ২০১৪ সালে ৪৪ এবং ২০১৯-এ ৫২টি আসনে জেতা কংগ্রেস এ বার লোকসভা নির্বাচনে ৯৯টি আসন জিতে ‘প্রধান বিরোধী দল’-এর মর্যাদা পুনরুদ্ধার করেছে। তবে জাতীয় প্রেক্ষাপটে তুলনামূলক ভাল ফল করলেও কংগ্রেস শীর্ষনেতৃত্ব মনে করছেন, পশ্চিমবঙ্গ, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ড এবং কংগ্রেস শাসিত কর্নাটক ও হিমাচল প্রদেশে দলের ফল খুবই খারাপ হয়েছে। মাত্র ছ’মাস আগে বিধানসভা ভোটে বিপুল ভাবে জেতা তেলঙ্গানাতেও এ বার কংগ্রেসের সঙ্গে সমানে টক্কর দিয়েছে বিজেপি। কংগ্রেস শাসিত হিমাচলের চারটি লোকসভাই বিজেপি জিতেছে। শুধু তা-ই নয়, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর বিধানসভা কেন্দ্র-সহ সব বিধানসভা এলাকাতেই কংগ্রেস পিছিয়ে রয়েছে। অথচ হিমাচলের ছয় বিদ্রোহী কংগ্রেস বিধায়কের সদস্যপদ খারিজের পরে সেখানে উপনির্বাচন হয়েছিল। তার মধ্যে চারটি কেন্দ্রে কংগ্রেস জিতেছে। কংগ্রেস হাইকমান্ড মনে করছে, রাজ্যে সরকার বাঁচাতে হিমাচলের কংগ্রেস নেতারা লোকসভা ভোটের বদলে বিধানসভার উপনির্বাচনে বেশি মন দিয়েছিলেন।খড়্গের রাজ্য কর্নাটকে ঠিক এক বছর আগে বিধানসভা ভোটে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। সেখানে ২৮টি আসনের মধ্যে মাত্র ন’টিতে জিতেছে ‘হাত’। বিজেপি ১৭ এবং তাদের সহযোগী জেডিএস দু’টিতে। লিঙ্গায়েত জনগোষ্ঠীর ভোট আবার বিজেপিমুখী হওয়ায় এবং দক্ষিণ কর্নাটকে ভোক্কালিগা ভোটে জেডিএস ভাগ বসানোতেই এমন ফল বলে দলের একাংশ মনে করছেন। দাক্ষিণাত্যের আর এক রাজ্য তেলঙ্গানায় ১৭টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস এবং বিজেপি দু’দলই আটটি করে আসনে জিতেছে। হায়দরাবাদে আবার জিতেছেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) দলের প্রধান তথা বিদায়ী সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি।