রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কয়েকঘণ্টাও কাটেনি, তার মধ্যেই পদত্যাগের ইচ্ছেপ্রকাশ সুরেশ গোপীর। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের জমকালো অনুষ্ঠানে তৃতীয় মোদি সরকারের রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন কেরালার একমাত্র বিজেপি সাংসদ। অথচ সোমবার সকালেই তাঁর বক্তব্য, ‘আমি মন্ত্রী হতে চাই না।’ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচার পর্বে অভিনেতা রাজনীতিবিদ বারবারই ‘থ্রিসুর থেকে কেন্দ্রীয় মন্ত্রী পাবে কেরালা’ বলে দাবি করেছিলেন সুরেশ গোপী। এটাই নরেন্দ্র মোদির গ্যারান্টি বলেও প্রচারে উল্লেখ করতেন তিনি। সুরেশ গোপী ছাড়াও কেরালায় থেকে রাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে বিজেপি নেতা জর্জ কুরিয়নকেও। শপথগ্রহণের পর সুরেশ গোপী মালয়ালম একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি সাংসদ হিসেবে কাজ করতে চাই। আমি মন্ত্রিত্ব চাইনি। আমি দলকেও জানিয়েছিলাম মন্ত্রিত্বে কোনও আগ্রহ নেই আমার। মনে হয় দল খুব শীঘ্রই আমায় এই দায়িত্ব থেকে মুক্তি দেবে।’ সদ্য দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘থ্রিসুরের মানুষ আমায় ভালো করে চেনে। সাংসদ হিসেবে আমি ভালোভাবে কাজ করব। আসলে আমি অভিনয়টাই করতে চাই। এবার দেখি দল কী সিদ্ধান্ত নেয়।’ রবিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদীর পাশাপাশি শপথগ্রহণ করেন ৭২ জন মন্ত্রি। সোমবারই মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী। তার কয়েকঘণ্টা আগে সুরেশ গোপীর এই মন্তব্য BJP তথা NDA শিবিরকে চরম অস্বস্তিতে ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।