জেলা

কোলাঘাটে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

এগরার খাদিকুলের ভয়াবহ বিস্ফোরণের পর এবার কোলাঘাটে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটল। রবিবার রাত ১০টা নাগাদ কোলাঘাটে ‘বাজিহাব’ বলে পরিচিত পয়াগ গ্রামে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আনন্দ মাইতির বাড়িতে বাজি তৈরি হয়। সেই কারখানায় আগুন লাগে। বিস্ফোরণের জেরে আস্ত পাকাবাড়ি মাটিতে মিশে গিয়ে ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। আগুনের লেলিহান শিখায় বাড়ি লাগোয়া উঁচু নারকেল গাছের পাতা ঝলসে গিয়েছে। দেওয়াল চাপা পড়ে ঝর্ণা মাইতি নামে একজন গুরুতর জখম হয়েছেন। তাঁকে তমলুকের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ২০১০ সালে আনন্দ মাইতির এক প্রতিবেশীর বাড়িতে ভয়ানক বিস্ফোরণে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছিল। ৬ নম্বর জাতীয় সড়কের দেউলিয়া বাজার থেকে ডান দিকে দু’কিলোমিটার দূরে পয়াগ গ্রাম। গত ৩০-৩৫ বছর ধরে এখানে বাজি তৈরি হয়। অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে অনেকের বাড়িতে বাজি তৈরি হয়। ২০১০ সালে বড়সড় বিস্ফোরণে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়। তারপর গত ১০ বছরে আরও সাত-আটটি দুর্ঘটনায় হাত-পা খুইয়েছেন অনেকে। মাঝেমধ্যে পুলিসের ধরপাকড় শুরু হলেও এখানে বাজি তৈরির কাজ বন্ধ করতে পারেনি পুলিস। স্থানীয় বাসিন্দা জয়ন্ত দাস বলেন, মাসে মাসে অদৃশ্য ‘সেটিং’ করে দিব্যি বাজি তৈরি হয়। এলাকাবাসী বাজি তৈরির বিরুদ্ধে সরব হলেও এই কারবার বন্ধ করা যায়নি।