কলকাতা

ভোট পরবর্তী হিংসার ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হলেন তিনি। মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহেই। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়। রাজ্যে সাত দফার ভোটের সময় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। এমনকি ভোটের পরেও ৪০০ কোম্পানি বাহিনী রয়েছে রাজ্যে। তা সত্ত্বেও রাজ্যে ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন দলীয় কর্মীরা। এক পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন ১১ জন। কর্মীদের নিরাপত্তার দাবিতেই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা।