জেলা

ফের বার্ড ফ্লু দেখা মিলল বাংলায়, আক্রান্ত ৪ বছরের শিশু, উদ্বেগ প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ফের বার্ড ফ্লু দেখা মিলল বাংলায়। আক্রান্ত কলকাতা শহরে ৪ বছরের এক শিশু। ২০১৯ সালে দেশে একজনের শরীরে মেলে বার্ড ফ্লুর ভাইরাস। তার পর বাংলায় ওই ৪ বছরের শিশুর শরীরে মিলেছে H9N2 ভাইরাস। এনিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  হু জানাচ্ছে গুরুতর শ্বাসকষ্ট, জ্বর ও পেটে ব্যথা নিয়ে ওই শিশুটি গত ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয়। পরিস্থিতি এমনটাই ছিল যে তাকে আইসিইউতে রাখতে হয়। টানা ৩ মাস চিকিত্সার পর ছাড়া হয় ওই শিশুকে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে  ওই শিশুটি বাড়িতে পোলট্রির সংস্পর্শে এসেছিল। সম্ভবত সেখান থেকেই সে বার্ড ফ্লুর ভাইরাসে আক্রান্ত হয়। শিশুটির শরীরে  জ্বর, পেটব্যথা, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলেও তার পরিবারের কারও মধ্যে কোনও উপসর্গ দেখা যায়নি। শিশুটি আগে থেকে কী ধরনের টিক নিয়েছিল তার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।