দেশ

মোদি-জিংপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক

আজ চিনের প্রধানমন্ত্রী শি জিংপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক ঘরোয়া বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তামিনাড়ুর মহাবলীপুরমে এদিনই বিকেলে পৌঁছবেন জিংপিং। বিদেশমন্ত্রক জানিয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গাঢ় করার জন্য পদক্ষেপ নিয়ে কথা হবে। মাত্র দুইদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকের পর শি বলেছিলেন, কাশ্মীরের পরিস্থিতির ওপর চিন নজর রাখছে। এর আগে ২০১৭ সালে চিনের উহানে মোদি-জিংপিঙের প্রথম ঘরোয়া বৈঠকটি হয়েছিল ডোকালাম নিয়ে উত্তেজনার পর। দুপুর দুটো নাগাদ চেন্নাই পৌঁছে জিংপিং ৪টে নাগাদ রওনা হবেন মহাবলীপুরমে। তারপর মোদির সঙ্গে ঘুরে দেখবেন সেখানকার তিনটি ঐতিহ্যশালী দ্রষ্টব্য। শনিবার সকালে এখানকার একটি রিসর্টে হবে বৈঠক। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সমুদ্রের ধারের এই শহরটিকে। মোতায়েন করা হয়েছে অন্তত ৮০০০ পুলিশের বাহিনী। একাধিক স্তরে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। জানা গিয়েছে সাত স্তরীয় নিরাপত্তা রয়েছে। গোটা শহর ঘিরে ফেলেছে পুলিশ আর বম্ব স্কোয়াড। রয়েছে কমান্ডো, অ্যান্টি টেরর কুইক আ্যাকশন টিম। এসপিজি ও চিনের বিশেষ নিরাপত্তা বাহিনী সব ব্যবস্থা খতিয়ে দেখছে।