কলকাতা

পুজো কার্নিভাল ভাসাতে পারে বৃষ্টি, দুশ্চিন্তায় প্রশাসন

কলকাতাঃ পুজো মিটলেও বৃষ্টির কোনও বিরাম নেই। একাদশীর কাকভোর থেকে কলকাতা-সহ বিভিন্ন এলাকায় অঝোরধারায় বৃষ্টি শুরু হয়। সকাল থেকেই শহর ও শহরতলীর বিভিন্ন অঞ্চলে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। তবে এই বৃষ্টিপাত যে শুক্রবারের পুজো কার্নিভালকে ভাসাতে পারে, তার সতর্কবার্তাও দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের এই সতর্কবার্তায় সিঁদুরে মেঘ দেখছেন রাজ্য প্রশাসনের কর্তারা। এতকিছু করার পর যদি বৃষ্টিতে সব ধুয়ে যায়, তাহলে আপশোসের জায়গা থাকবে না। কারণ, এবছর শুধু রাজ্যেরই নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই মতো বন্দোবস্তও করা হচ্ছে। বৃষ্টি হলে সেই সব উদ্যোগই মাটি হয়ে যাবে, মত প্রশাসনিক কর্তাদের।আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, বুধবারের এই পরিস্থিতি বজায় থাকবে আগামী ৪৮ ঘণ্টা। ফলে পুজো বেঁচে গেলেও এখন পুজো কার্নিভাল পন্ড হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতার বিভিন্ন এলাকায় সকাল থেকেই বৃষ্টি শুরু হয়। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দুই ২৪ পরগনাতে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও ঝাড়গ্রাম জেলাতেও বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ওড়িশা সংলগ্ন এলাকা ও উত্তরবঙ্গে জোড়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে। এর জেরেই আজ, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, শুক্রবারও বৃষ্টি ভোগাতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা।