দেশ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে মেয়াদ বাড়ল অজিত দোভালের

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মেয়াদ বাড়ানো হল অজিত দোভালের পিকে মিশ্র প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে বহাল থাকবেন। বৃহস্পতিবার সরকারি বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আস্থাভাজন হিসেবেই পরিচিত অজিত দোভাল ও পিকে মিশ্র। বহু বছর ধরেই তাঁরা একই পদে বহাল আছেন। আমলাদের বিশ্বাস, দুজনকেই অত্যন্ত বিশ্বাস করেন প্রধানমন্ত্রী। তাই তাঁদের পদে কোনও রদবদল করা হল না।  দফতরের দায়িত্ব পালন করার সময় এবার এঁরা দুজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পাবেন। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, যত দিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি থাকবেন বা পরবর্তী নির্দেশ না আসবে, তত দিন পর্যন্ত এই পদেই থাকবেন অজিত দোভাল এবং পি কে মিশ্র।  পাশাপাশি  প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে অমিত খারে এবং তরুণ কপুরেরও পুনর্নিয়োগ করা হয়। প্রধানমন্ত্রীর দফতরেই ২ বছরের জন্য তাঁদের পুুনর্নিয়োগ হয়েছে। ১০ জুন থেকে সবকটি নিয়োগের সিদ্ধান্ত বলবৎ হবে। খারে এবং কপুরে ভারত সরকারের সচিব পদের মর্যাদা পাবেন, জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, দোভাল ইন্টেলিজেন্স ব্যুরোর একজন প্রাক্তন ডিরেক্টর, প্রধানমন্ত্রীর সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন। ২০১৪ সাল থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। অপরদিকে পিকে মিশ্র নৃপেন্দ্র মিশ্রের জায়গায় স্থলাভিষিক্ত হয়ে ২০১৯ সালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব নেন।