কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বেঙ্গালুরুর আদালত। পকসো মামলায় কর্নাটকের প্রাক্তন মুুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। তদন্তের প্রয়োজনে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আগেই জানিয়ে দিয়েছেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। প্রসঙ্গত, মার্চের গোড়ায় ১৭ বছরের এক নাবালিকা এবং তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে ৮৫ বছরের ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছিল বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ। পরে ঘটনার তদন্তের জন্য ‘সিট’ গঠন করা হয়। বৃহস্পতিবার কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। সিআইডির বিশেষ তদন্তকারী দল ঘটনার তদন্ত করছে। প্রয়োজন মনে করলে অভিযুক্তকে তাঁরা গ্রেফতারও করবে।’ বর্তমানে বেঙ্গালুরুতে নেই ইয়েদুরাপ্পা। তিনি দিল্লিতে থাকায় ফিরে গিয়ে তদন্ত প্রক্রিয়ায় যোগ দেবেন বলে জানা গিয়েছে। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিআইডি। তবে তদন্তকারীদের মুখোমুখি হননি তিনি। ইতিমধ্যেই কর্নাটক আদালতে আগাম জামিনের আবেদন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।