দেশ

নাগপুরের ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার ২

বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ ৷ বৃহস্পতিবার দুপুরে নাগপুরের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ আহতদের চিকিৎসার জন্য নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নমুনা সংগ্রহ করেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রের হিংগা পুলিশ স্টেশন লিমিটের থেকে ২৫ কিলো মিটার দূরে অবস্থিত ধামনা গ্রাম ৷ এই গ্রামের মধ্যেই চামুন্ডি এক্সপ্লোসিভ প্রাইভেট লিমিটেড ৷ সেখানেই এদিন দুপুর 1 টা নগাদা দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘটনা প্রসঙ্গেই নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্র সিনগল বলেন, “এই ঘটনায় 5জন কর্মীর মৃত্যু হয়েছে, গুরুতর জখম হয়েছেন আরও 5 শ্রমিক ৷ তদন্তকারীদের একটি দল ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করছে ৷” বিস্ফোরণের পর ইউনিটের ম্যানেজার ও মালিক পলাতক। তবে ইউনিটের মালিক ও ব্যবস্থাপককে আটক করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিস্ফোরক দফতরের দল। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। একজন কর্মকর্তা জানান, বিস্ফোরণের সময় বেশিরভাগ শ্রমিকই বিস্ফোরক দ্রব্য প্যাক করছিলেন। দুর্ঘটনার পর প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ এবং এনসিপি ACCP নেতা অনিল দেশমুখও ঘটনাস্থলে পৌঁছেছেন।