কলকাতা

রাত ৩টে ২০তে শিয়ালদার ১৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছল দুর্ঘটনার কবলে পড়া ‘অভিশপ্ত’ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

শিয়ালদা স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মে রাত ৩টে ২০ মিনিট নাগাদ পৌঁছল দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি। সেই সময় প্ল্যাটফর্মে সেই ট্রেনের যাত্রীদের অভয় প্রদান করতে দাঁড়িয়ে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী – ফিরহাদ হাকিম ও স্নেহাশিস চক্রবর্তী। প্ল্যাটফর্ম চত্বরে তখন প্রচুর সংখ্যক রেল পুলিশ মোতায়েন। এরই মধ্যে ট্রেন থামতেই ফিরহাদ হাকিমকে জড়িয়ে কাঁদতে দেখা গেল এক যাত্রীকে। সেই ব্যক্তি কলকাতা জিপিওতে চাকরি করেন বলে জানা যায়। পরে তিনি জানান, তাঁর কামরা অনেকটা পিছনের দিকে ছিল বলে বিপদ থেকে তিনি দূরেই ছিলেন। তবে এই দুর্ঘটনার জেরে মৃত্যুকে খুব কাছ থেকে অনুভব করেছেন। এদিকে আতঙ্কের পাশাপাশি অনেক যাত্রীর মুখেই ছিল স্বস্তির ছাপ।  এর আগে সোমবার রাতের দিকে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে যে মোট নয়জনের মৃত্যু হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায়। তাঁদের মধ্যে সাতজন যাত্রী আছেন। সেইসঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড এবং মালগাড়ির চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মালগাড়ির সহকারী চালক। নয়জনের গুরুতর আঘাত লেগেছে।