জেলা

দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারি চালক এখনও জীবিত

দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারি চালক এখনও জীবিত আছেন। বর্তমানে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মনু কুমার। হাসপাতাল সূত্রে খবর, মনু মাথায় গুরুতর চোট পেয়েছেন। তাঁর স্মৃতিশক্তি লোপ পেয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে কথা বলার অবস্থায় আপাতত নেই। রেল সূত্রে খবর, মনু খানিকটা সুস্থ হলে তাঁর বয়ান রেকর্ড করা হবে। উল্লেখ্য, সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে মালগাড়িটি ধাক্কা মেরেছিল তার চালক ও সহকারি চালক দুজনেই মৃত বলে গতকাল রেলবোর্ডের তরফে জানানো হয়েছিল। আজ জানা গিয়েছে, সহকারি চালক এখনও জীবিত আছেন। রেলের একটা বড় অংশই দাবি করছে, মালগাড়ির চালক সিগন্যাল ভেঙেছিলেন বলেই গতকাল দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে। মনুর বয়ান থেকে তথ্য সংগ্রহের অপেক্ষায় রয়েছে রেল।