দেশ

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত অসম, ক্ষতিগ্রস্ত দেড় লক্ষের বেশি মানুষ

ফুঁসছে ব্রহ্মপুত্র, টানা বর্ষণে বাড়ছে নদীর জলস্তর। বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত অসম। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে কেবল করিমগঞ্জেই ক্ষতিগ্রস্ত হয়েছেন দেড় লক্ষের বেশি মানুষ। ১৩০০ একরের বেশি জমি জলের নিচে, ক্ষতিগ্রস্ত ৫০ হাজারের বেশি পশু। সবথেকে বেশি ক্ষতি হয়েছে করিমগঞ্জেই। সেখানকার বদরপুরে ভূমিধসের কারণে মৃত্যু হয়েছে শিশু সহ ৫ জনের। তাঁরা হলেন রয়মুন নিশা(৫৫), শহিদা খানাম(১৮), জাহিদা খানাম(১৬), হামিদা খানাম(১১)। মৃত্যু হয়েছে ৩ বছরের এক শিশুরও। মঙ্গলবার রাত ১২টা ৪৫ নাগাদ এই ভূমিধসের ঘটনা ঘটে বদরপুরে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ, এসডিআরএফ কর্মী, উদ্ধারকারী দল। প্রায় ৩ঘন্টার চেষ্টায় উদ্ধারকার্য সম্পূর্ণ হলে ৫ জনের দেহ উদ্ধার হয়েছে। প্রশাসন সূত্রের খবর, এই মৃত্যুর ঘটনায় ভূমিধসে মৃত্যু বেড়ে হয়েছে ৩০। বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ১৪ জেলা। আইএমডির পক্ষ থেকে বলা হয়েছে ২০ জুন পর্যন্ত অসম এবং মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। অসমের রাজধানী গুয়াহাটিও জলের তলায় গিয়েছে। গুয়াহাটির বিভিন্ন এলাকায় জল জমার ফলে জনজীবন বিপর্যস্ত হয়েছে। এখনও পর্যন্ত যা খবর তাতে জানা গিয়েছে ৩০৯ টি গ্রাম বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। অসম সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি ত্রাণ শিবির খোলা হয়েছে।