দেশ

প্রো-টেম স্পিকার নিয়োগ করলেন রাষ্ট্রপতি, তাঁকে সহযোগিতা করবেন তৃণমূলের এমপি সুদীপ বন্দ্যোপাধ্য়ায়!

ভারত্রুহরি মেহতাবকে প্রোটেম স্পিকার হিসাবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। লোকসভার ৯৫(১) ধারা অনুসারে তাঁকে প্রো-টেম স্পিকার হিসাবে নিয়োগ করা হয়েছে। স্পিকার হিসাবে কেউ দায়িত্ব না পাওয়া পর্যন্ত তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন। সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, রাষ্ট্রপতি শ্রী ভারত্রুহরি মেহতাবকে প্রোটেম স্পিকার হিসাবে নিয়োগ করেছেন। স্পিকার নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি সুরেশ কোদিকুন্নিল, থাল্লিকোট্টাই রাজুথেভার বালু, রাধা মোহন সিং, ফাগ্গন সিং কুলাস্তে ও সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের নামের তালিকা দিয়েছেন। তাঁরা প্রোটেম স্পিকারকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন। নতুন স্পিকার নিয়োগ না হওয়া পর্যন্ত তাঁরা এই দায়িত্ব চালিয়ে যাবেন। এদিকে আগামী ২৬শে জুন স্পিকার নিয়োগ করা হবে। এদিকে মেহতাবের আগে বিজেপি এমপি ওম বিড়লা এই স্পিকারের দায়িত্ব পালন করতেন। ২০১৯ সালের জুন মাসে তাঁকে স্পিকার হিসাবে নিয়োগ করা হয়েছিল। তবে এবার নতুন সরকারের আমলে নতুন ব্যক্তিকে স্পিকার হিসাবে নিয়োগ করা হবে। তার প্রক্রিয়াও শুরু হচ্ছে। তবে যতদিন না স্পিকার হিসাবে কাউকে দায়িত্ব দেওয়া না হচ্ছে ততদিন প্রোটেম স্পিকার হিসাবে তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।