ফের নিয়োগ দুর্নীতি মামলায় সক্রিয় সিবিআই। ডাকা হল বিধায়ক তাপস সাহাকে। সূত্রের খবর, চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমান টাকা তোলার অভিযোগে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করা হয়েছে নিজামে। নোটিশ অনুসারে তিনি নিজামে হাজির হন শুক্রবার। এই তদন্তে সোমবার থেকে ৩৭ জন শিক্ষক ও আশিক্ষক কর্মীদের ধাপে ধাপে ডাকা হবে বলেও সিবিআই সূত্রে খবর। প্রসঙ্গত, এর আগেও সিবিআই তলব করেছিল তাপস সাহাকে। সিবিআই সূত্রে খবর, তাঁকে সিবিআই তলব করায় শুক্রবার তাপস সাহা হাজির হন সিবিআই দফতরে। এর আগেও সিবিআই এই মামলায় তাপস সাহাকে তলব করেছিল। তাপস সাহার বাড়িতে ও পরিচিতদের বাড়িতে তল্লাশি চলে। সেই মামলাতেই ফের তলব করা হল তাপস সাহাকে। বৃহস্পতিবার এই মামলায় তাপস ঘনিষ্ঠ তিন জনকে তলব করেছিল সিবিআই। তাঁদের বয়ানও রেকর্ড করে সিবিআই। এবার তাপসের সঙ্গে ওই বয়ান মিলিয়ে দেখা হবে বলে সিবিআই সূত্রে খবর। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, অযোগ্য চাকরিপ্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে ৩৭ জনের নাম পাওয়া গিয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্কুলে কর্মরত ১১ জন শিক্ষক ও ২ জন অশিক্ষক কর্মীর নাম রয়েছে। অযোগ্যদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ায় কী ভূমিকা ছিল শিক্ষক ও অশিক্ষক কর্মীদের? সরাসরি টাকার লেনদেনেও কি যুক্ত ছিলেন তাঁরা? জানতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, সোমবার থেকে শিক্ষক, অশিক্ষক কর্মী-সহ ৩৭ জনকে তলব করা হবে।