দেশ

১৮৮টি বিদ্যালয় বন্ধ করে দিচ্ছে ত্রিপুরার বিজেপি সরকার

 ১৮৮টি বিদ্যালয় বন্ধ করে দিচ্ছে ত্রিপুরার বিজেপি সরকার। বেশির ভাগই জনজাতি অধ্যুষিত অঞ্চলের। সরকারের তরফে জানানো হয়েছে, এই সব বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কম। তাই আশেপাশের এলাকার অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে এই বিদ্যালয় গুলিকে মিশিয়ে দেওয়া হবে। এর আগে আরও কিছু বিদ্যালয়কে ‘একত্রীকরণ’ করা হয়েছে। ১২৫টি নামী বিদ্যালয় তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদ্যাজ্যোতি প্রকল্পের হাতে। তাতে পরীক্ষার ফলের মান কমে গিয়েছে। বিদ্যালয় তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে এসএফআই সহ বিভিন্ন বাম ছাত্র সংগঠন। তাদের অভিযোগ, ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিতে চাইছে বিজেপি সরকার। শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। ভবিষ্যতে বড়সড় ছাত্র আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।