কলকাতা

সিবিআইয়ের তলবে সাড়া, নিজাম প্যালেসে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের সক্রিয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে শুক্রবার বেলায় সিবিআই দফতর নিজাম প্যালেসে গেলেন নদিয়া জেলার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। শুক্রবার বেলা ১১টা নাগাদ সিবিআই দফতরে পৌঁছন বিধায়ক। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমায় আবার ডাকা হয়েছিল। তদন্তে সহযোগিতা করব।” তার পরই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে সিবিআই দফতরের ভিতরে ঢুকে যান তিনি। তাপসের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য জানান, বিধায়কের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য তলব করা হয়েছিল। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তাপস আগের মতোই তদন্তে সহযোগিতা করবেন বলে জানান তাঁর আইনজীবী। প্রায় ২ ঘন্টা পর সিবিআই দফতর নিজাম প্যালেস থেকে বের হলেন নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। নিজাম থেকে বেরোনোর সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বলেন, জিজ্ঞাসাবাদ যা যা করেছে তার যথাযথ উত্তর দিয়েছি। আগেও যা যা জিজ্ঞাসা করেছে সিবিআই এদিনও তাই জিজ্ঞাসা করেছেন তাঁরা। কন্ঠস্বরের নমুনা দিয়েছেন বলেও এদিন জানান তাপস সাহা।