কলকাতা

গঙ্গায় তলায় 5G ইন্টারনেট

ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভিতরে ঢুকলেই অনেকের যে টাওয়ার চলে যেত, সেরকম আর ঘটবে না। কারণ এবার থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (গ্রিন লাইন) এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশে এবার পরিষেবা প্রদান করতে চলেছে জিয়ো। ইতিমধ্যে ওই ৪.৮ কিলোমিটার অংশে সেই প্রয়োজনীয় পরিকাঠামো বসিয়ে ফেলেছে মুকেশ আম্বানির সংস্থা। ফলে এবার থেকে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশেও ফোন ব্যবহার করতে পারবেন জিয়োর গ্রাহকরা। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ভারতী এয়ারটেলের পরে প্রতিটি স্টেশনে প্রয়োজনীয় পরিকাঠামো বসিয়েছে রিলায়েন্স জিয়ো। তার ফলে এবার থেকে মেট্রো যাত্রীরা ৫জি স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ভয়েস কল করতে পারবেন মেট্রো যাত্রীরা। অর্থাৎ মেট্রোয় যাতায়াতের সময়ও জিয়োর গ্রাহকরা মোবাইলে স্বাভাবিক কাজ করতে পারবেন।  এমনিতে তিন মাস ধরে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (গ্রিন লাইন) এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশে বাণিজ্যিক পরিষেবা চালু আছে। মার্চ থেকে বাণিজ্যিক পরিষেবা শুরু হয়েছে। তারপর থেকে গঙ্গার তলা দিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। স্রেফ গঙ্গার তলা পার হওয়ার মুহূর্তের সাক্ষী থাকার জন্য অনেকেই ওই মেট্রোয় উঠেছেন।