দেশ

একটানা প্রবল বর্ষণে ফের ধস, বন্ধ হয়ে গেল শিলিগুড়ি-গ্যাংটকগামী জাতীয় সড়ক

প্রবল বর্ষণে আবারও ধস নামল শিলিগুড়ি থেকে গ্যাংটক যাতায়াতকারী রাস্তায়। এর ফলে ব্যাপকভাবে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। গত বুধবারই শিলিগুড়ি-গ্যাংটক যাতায়াতের পথে লিখুভিরের কাছে ধস নেমে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছিল। আর  শনিবারও লিখুভিরের কাছে ধস নামে। জানা যাচ্ছে, সেবকের করোনেশন সেতুর কাছে ১০ নম্বর জাতীয় সড়কের উপর ধস নামে। এই জায়গাটি লিখুভির এবং ২৮ মাইলের মাঝামাঝি অবস্থিত। এছাড়াও আরও একাধিক জায়গায় ধস নেমেছে। তারফলে জাতীয় সড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় যান চলাচল সচল করার জন্য চেষ্টা চালাচ্ছে প্রশাসন। শুক্রবার রাত থেকেই টানা বৃষ্টি হয়েছে পাহাড়ে। তারফলে শনিবার সকাল থেকেই ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করে। পাহাড় বেয়ে পাথর সড়কের ওপর পড়ার পাশাপাশি একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ। এই অবস্থায় শিলিগুড়ি-কালিম্পং, শিলিগুড়ি-সিকিমের মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত বুধবার এই জাতীয় সড়কের ওপর লিখুভিরের কাছে একটি বিশাল পাথর পাহাড় বেয়ে পড়েছিল। তখন বন্ধ হয়ে গিয়েছিল জাতীয় সড়কে যোগাযোগ। উল্লেখ্য, বর্ষা শুরু হতেই লিখুভিরের বহু এলাকায় বারংবার ধস নেমেছে। সেক্ষেত্রেও যুদ্ধকালীন তৎপরতায় ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছিল। তবে শনিবার সকাল থেকেই একাধিক জায়গায় ধস নামায় এখনও পর্যন্ত ধস সরানোর কাজ করছে প্রশাসন। অন্যদিকে, আলিপুরদুয়ারেও প্রবল বর্ষণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এদিন সাতসকালে কালচিনি থেকে সাতালি ও মেন্দাবাড়ি হবে হাসিমারাগামী প্রধান সড়কে আচমকা একটি বড় গাছ ভেঙে পড়ে। এরফলে ওই রাস্তায় ব্যাপকভাবে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তা বন্ধ থাকে। এরফলে যান চলাচল ‌বন্ধ থাকে।