হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত সৎসঙ্গের ভোলে বাবা নারায়ণ হরিকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ ডিজিপিকে তাঁর কড়া নির্দেশ, অবিলম্বে খুঁজে বের করতে হবে পলাতক সাধুকে ৷ শোনা যাচ্ছে, তিনি হয়তো মইনপুরীর আশ্রমে লুকিয়ে রয়েছেন । ওই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের সঙ্গে আজ দেখা করেন যোগী আদিত্যনাথ ৷শীর্ষ এক সরকারি আধিকারিক বুধবার জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী সার্কিট হাউসে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং জেলা হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন ।” এ বিষয়ে কী কী পদক্ষেপ করা হচ্ছে তা খতিয়ে দেখতে যোগী এদিন বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে ৷ ঘটনার কারণ অনুসন্ধানের জন্য এডিজি আগ্রা এবং আলিগড় বিভাগীয় কমিশনারকে নিয়ে একটি দল গঠন করা হয়েছে । সরকারের তরফে জানা গিয়েছে, বুধবারই এই কমিটির রিপোর্ট পেশ করার সম্ভাবনা রয়েছে ৷ মঙ্গলবারই নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আদিত্যনাথ বলেছিলেন, “আমাদের সরকার এই ঘটনার গভীরে গিয়ে ষড়যন্ত্রকারী ও দায়ীদের উপযুক্ত শাস্তি দেবে ৷ রাজ্য সরকার এই পুরো ঘটনাটি তদন্ত করছে ৷ আমরা দেখব এটি একটি ঘটনা, নাকি দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র ।” এই মর্মান্তিক ঘটনা নিয়ে রাজনীতি করার ঠিক না বলে মন্তব্য করেন যোগী ৷ তিনি বলেন, “এ ধরনের ঘটনা নিয়ে রাজনীতি করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় । এটাই সময় ক্ষতিগ্রস্তদের ক্ষত সারানোর, ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানানোর । সরকার সংবেদনশীল । এ ব্যাপারে কোনও অপরাধীকে রেহাই দেওয়া হবে না ।” মুখ্যমন্ত্রী বলেছেন যে, কেউ দোষী প্রমাণিত হলে তাঁকে ছাড় দেওয়া হবে না ।