দেশ

আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ‘ভোলে বাবা’কে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ

হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত সৎসঙ্গের ভোলে বাবা নারায়ণ হরিকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ ডিজিপিকে তাঁর কড়া নির্দেশ, অবিলম্বে খুঁজে বের করতে হবে পলাতক সাধুকে ৷ শোনা যাচ্ছে, তিনি হয়তো মইনপুরীর আশ্রমে লুকিয়ে রয়েছেন । ওই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের সঙ্গে আজ দেখা করেন যোগী আদিত্যনাথ ৷শীর্ষ এক সরকারি আধিকারিক বুধবার জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী সার্কিট হাউসে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং জেলা হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন ।” এ বিষয়ে কী কী পদক্ষেপ করা হচ্ছে তা খতিয়ে দেখতে যোগী এদিন বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে ৷ ঘটনার কারণ অনুসন্ধানের জন্য এডিজি আগ্রা এবং আলিগড় বিভাগীয় কমিশনারকে নিয়ে একটি দল গঠন করা হয়েছে । সরকারের তরফে জানা গিয়েছে, বুধবারই এই কমিটির রিপোর্ট পেশ করার সম্ভাবনা রয়েছে ৷ মঙ্গলবারই নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আদিত্যনাথ বলেছিলেন, “আমাদের সরকার এই ঘটনার গভীরে গিয়ে ষড়যন্ত্রকারী ও দায়ীদের উপযুক্ত শাস্তি দেবে ৷ রাজ্য সরকার এই পুরো ঘটনাটি তদন্ত করছে ৷ আমরা দেখব এটি একটি ঘটনা, নাকি দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র ।” এই মর্মান্তিক ঘটনা নিয়ে রাজনীতি করার ঠিক না বলে মন্তব্য করেন যোগী ৷ তিনি বলেন, “এ ধরনের ঘটনা নিয়ে রাজনীতি করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় । এটাই সময় ক্ষতিগ্রস্তদের ক্ষত সারানোর, ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানানোর । সরকার সংবেদনশীল । এ ব্যাপারে কোনও অপরাধীকে রেহাই দেওয়া হবে না ।” মুখ্যমন্ত্রী বলেছেন যে, কেউ দোষী প্রমাণিত হলে তাঁকে ছাড় দেওয়া হবে না ।