দেশ

পঞ্জাবের লুধিয়ানায় রাস্তায় ফেলে তলোয়ার দিয়ে কোপ, নিহঙ্গ শিখদের হামলার শিকার শিবসেনা নেতা, গ্রেফতার ২

পঞ্জাবে এক শিবসেনা নেতার ওপরে হামলা দুই নিহঙ্গ শিখের। জানা গিয়েছে, আক্রান্ত নেতার নাম সন্দীপ থাপার গোরা। গুরুতর জখম অবস্থায় সন্দীপকে হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিকে এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এদিকে পুলিশ সেই ফুটেজ দেখেই হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকালে পঞ্জাবের লুধিয়ানায় এই হামলা চালানো হয়েছিল। দিনে-দুপুরে মাঝ রাস্তায় নিহঙ্গদের তলোয়ারের কোপ বসেছিল সন্দীপের মাথায় ও ঘাড়ে।  রিপোর্ট অনুযায়ী, শহিদ সুখদেব থাপারের পরিবারের সদস্য হলেন এই আক্রান্ত সন্দীপ থাপার। শুক্রবার লুধিয়ানায় একটি সভায় ভাষণ দিয়ে নিজে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ই হঠাৎ তাঁর পথ আটকে দাঁড়ায় কয়েকজন নিহঙ্গ শিখ। এরপরই হামলা চালানো হয় সন্দীপের ওপরে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিবসেনা নেতাকে তলোয়ার দিয়ে আঘাত করছে বেশ কয়েকজন। সেই সময় কজন শিবসেনা নেতার উপরে তলোয়ারের কোপ বসায়। এর জেরে মাটিতে পড়ে যান সন্দীপ। এরপরও শিবসেনা নেতার শরীরে একাধিক কোপ বসানো হয়। এদিকে দেখা যায়, সেই হামলার পরই শিবসেনা নেতার স্কুটার নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। এরপর ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষরা সন্দীপকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় এখন সেখানেই চিকিসাধীন আছেন তিনি। এদিকে এই হামলার পরই সিভিল হাসপাতালের বাইরে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন শিবসেনার কর্মীরা। দলের তরফ থেকে আজ লুধিয়ানায় বনধের ডাক দেওয়া হয়েছে। শিরোমণি আকালি দল, বিজেপির তরফেও ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। এদিকে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই দুইজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। হামলার কারণ জানতে তাদের জেরা করা হচ্ছে।