দেশ

বন্যা বিধ্বস্ত অসমে রাহুল, ঘুরে দেখলেন ত্রাণ শিবির

সোমবার সকালে বন্যা বিপর্যস্ত অসম ঘুরে দেখলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সিলচর নেমেই পৌঁছে যান ত্রাণ শিবিরে। সেখানে দুর্গতদের সঙ্গে দেখা করেন রাহুল। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে এই প্রথম উত্তর পূর্ব সফরে গেছেন তিনি। রবিবার অসমে আরও আটজন প্রাণ হারিয়েছেন। গতকাল ধুবড়ি এবং নলবাড়ি থেকে দুইজন করে এবং কাছাড়, গোয়ালপাড়া, ধেমাজি ও শিবসাগর থেকে একজন করে প্রাণহানির ঘটনা ঘটেছে। মৃত বেড়ে দাঁড়িয়েছে ৭৮। অসমে মুষলধারে বৃষ্টির জেরে ব্রহ্মপুত্র, নেয়ামতিঘাট, তেজপুর, ধুবরি ও গোয়ালপাড়া সহ মোট ন’টি নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়ে গেছে। ভেসে গেছে বহু গ্রাম। বন্যায় অসমে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৮টি জেলার ৩,৪৪৬টি গ্রামের ২২ লক্ষেরও বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধুবড়ি, কাছাড়, বারপেটা জেলা। দলীয় সূত্রে খবর, অসমের ত্রাণ শিবির পরিদর্শনের পর হিংসাদীর্ণ মণিপুরের ইম্ফলের উদ্দেশে রওনা দেবেন রাহুল। সেখানে পৌঁছে চূড়াচাঁদপুর, বিষ্ণুপুরের মৈরাংয়ে ত্রাণ শিবির ঘুরে দেখবেন তিনি। গত বছর মে মাসে মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত রাহুল গান্ধী তৃতীয়বার সেখানে যাচ্ছেন।