দেশ

প্রধানমন্ত্রী মোদি না এলেও তৃতীয়বার হিংসা বিধ্বস্ত মণিপুরে আসলেন রাহুল গান্ধি, শোনলেন তাঁদের দুর্দশার কথা

এক বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে তবে এখনও মণিপুরে যাওয়ার সুযোগ করে উঠতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে সোমবার ফের হিংসা বিধ্বস্ত মণিপুরে পা রাখলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই নিয়ে তৃতীয়বার উত্তর-পূর্বের এই রাজ্যে গেলেন রাহুল। জিরিবামে ত্রাণ শিবিরে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। শোনেন তাঁদের দুর্দশার কথা।সোমবার সকালে অসমের শিলচর বিমানবন্দরে নামেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানে তাঁকে স্বাগত জানান অসম এবং মণিপুরের কংগ্রেস নেতারা। অসমের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে দেখা করে মণিপুরের উদ্দ্যেশে রওনা দেন কংগ্রেস সাংসদ। তাঁর আগে অসমের চাঁচর জেলায় মণিপুরের দুর্গতদের জন্য করা ত্রাণ শিবিরে যান রাহুল। মণিপুর পৌঁছে সোজা জিরিবামের ওই ত্রাণ শিবিরে উপস্থিত হন রাহুল। সেখানে থাকা মেইতেই সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করেন তিনি। সেখান থেকে সড়কপথে চূড়াচাঁদপুরের উদ্দ্যেশে রওনা দেন বিরোধী দলনেতা। চূড়াচাঁদপুরে জাতিগত হিংসায় ঘরছাড়াদের ত্রাণ শিবির পরিদর্শন করেন রাহুল গান্ধী।  এদিকে সোমবারই রাশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুরকে এড়িয়ে প্রধানমন্ত্রীর এই রাশিয়া সফরকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস।