বিদেশ

মিজোরামে ভয়াবহ আকার নিয়েছে আফ্রিকান সোয়াইন ফিভার, মৃত ৫ হাজার ৪৩০, জবাই আরও ১০ হাজার ৩০০টি শূকর

মিজ়োরামে ফের ভয়াবহ আকার নিয়েছে আফ্রিকান সোয়াইন ফিভার। পরিস্থিতি এমনই যে মিজোরামের বিভিন্ন জেলায় রোজ শ’য়ে শ’য়ে শূকর মারা যাচ্ছে।২০ কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন মিজোরামের শূকর চাষী এবং পালনকারীরা। ফিভারের কোপে ইতিমধ্যেই মারা গিয়েছে ৫,৪৩০ টিরও বেশি শূকর। আর এখনও পর্যন্ত ১০,৩০০ টিরও বেশি আক্রান্ত শূকরকে মেরে ফেলা হয়েছে, বলেও জানিয়েছেন কর্মকর্তারা। পশুপালন ও ভেটেরিনারি বিভাগের কর্মকর্তারা এ প্রসঙ্গে বলেছেন যে এই সোয়াইন ফিভারের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় প্রতিদিন গড়ে ১০০ টিরও বেশি শূকর মারা যাচ্ছে। সংক্রামক রোগের কারণে বিভিন্ন জেলায় প্রতিদিন ২০০ টিরও বেশি শূকর মারা হচ্ছে।কর্মকর্তারা আরও বলেছেন যে ফেব্রুয়ারি মাসে এই রোগ হানা দেওয়ার পর, ছয়টি জেলার ১৬০ টিরও বেশি গ্রাম, যেমন আইজল, চাম্পাই, লুংলেই, সাইচুয়াল, খাওজাওল এবং সেরচিপ গ্রামে এএসএফ প্রাদুর্ভাব দেখা গিয়েছিল।কর্মকর্তাদের মতে, এই রোগের কারণে, ২০২১ সালে ৩৩,৪২০টি শূকর সংক্রামক রোগের কারণে মারা গিয়েছিল। ২০২২ সালে সেই সংখ্যা ছিল ১২,৮০০টি এবং ২০২৩ সালে ১,০৪০টি শূকর মারা গিয়েছিল। মিজোরামে আফ্রিকান সোয়াইন ফিভারের প্রথম কেসটি ২০২১ সালে মার্চের মাঝামাঝি সময়ে, বাংলাদেশ সীমান্তের লুংলেই জেলার লুংসেন গ্রাম থেকে রিপোর্ট করা হয়েছিল এবং তারপর থেকে, প্রতি বছর এই রোগটি ধাপে ধাপে বিরাট আকার ধারণ করছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই রোগের প্রাদুর্ভাব তখনই ঘটে, যখন জলবায়ু উষ্ণ হতে শুরু করে এবং প্রাক-বর্ষা বৃষ্টি শুরু হয়। রাজ্যে এই রোগের কারণে শূকরের ক্ষতির জন্য সরকার এখনও পর্যন্ত কয়েকশ পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে।