বিদেশ

নির্বাচনী জনসভায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, কান ঘেঁষে গেল গুলি, মৃত ১

মর্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাটলারে এক নির্বাচনী জনসভা চলাকালীন গুলি চলল প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে। ভরা সমাবেশে বন্দুকধারীর গুলিতে এক দর্শক নিহত হয়েছেন। এদিকে সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন এই ঘটনায়। এছাড়া আরও এক দর্শকের অবস্থা গুরুতর। এদিকে এই ঘটনায় আহত হয়েছেন ট্রাম্প নিজেও। তাঁর কান ঘেঁষে একটি গুলি চলে গিয়েছে বলে জানা গিয়েছে। এতে তাঁর কানের লতি থেকে রক্তপাত হতে দেখা গিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনাকে হত্যার চেষ্টা হিসেবে গণ্য করে তদন্ত শুরু করছে। ঘটনার ফুটেজে দেখা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্প মাটিতে লুটিয়ে পড়ছেন এবং গুলির শব্দ শুনে নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে ঘিরে ফেলছেন। তখন ট্রাম্পের মুখে রক্তাক্ত। সেই অবস্থায় তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই গুলি চালনার ঘটনার নিন্দা জানিয়েছেন। পরে সিক্রেট সার্ভিস জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ‘ভালো আছেন’। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলাকারীকে গুলি করে হত্যা করে।  সিক্রেট সার্ভিস সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্টের উপর প্রাণঘাতী হামলা চালানো আততায়ীর মৃত্যু হয়েছে ৷ ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা স্নাইপারধারীরা তাকে চিহ্নিত করে গুলি চালায় ৷ তাতেই মৃত্যু হয় ওই বন্দুকবাজের ৷ সংবাদসংস্থা এপি সূত্রে খবর, ট্রাম্পের উপর হামলা চালানো ওই যুবকের নাম টমাস ম্যাথিউ ক্রুকস ৷ বছর কুড়ির ওই যুবক ঘোষিত ট্রাম্প ও রিপাবলিক পার্টির বিরোধী ৷ এর আগেও বিভিন্ন সময় ভিডিয়োবার্তায় ট্রাম্পের সমালোচনা করতে দেখা গিয়েছে তাকে ৷ নির্বাচনী প্রচারে পেনসিলভেনিয়ায় এক জনসভায় গিয়েছিলেন ট্রাম্প ৷ ডায়াসে গিয়ে কথা বলতেও শুরু করেন ৷ সে সময়েই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ক্রুকস ৷ যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর কান ছুঁয়ে বেরিয়ে যায় ৷ ডায়াসের নীচে বসে যান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ৷ পরে নিরাপত্তারক্ষীরা এসে তাঁকে উদ্ধার করেন ৷ দেখা যায়, ট্রাম্পের ডান কান গড়িয়ে রক্ত পড়ছে ৷ প্রাণে বেঁচে গিয়েছেন রিপাবলিকান পার্টির নেতা ৷

ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা চালানো আততায়ী