জেলা

হোটেলে ঢুকে ইসলামপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা, জখম আরও এক নেতা

উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুন। গুরুতরভাবে জখম আরও এক তৃণমূল নেতা। একটি হোটেল ছিলেন ২ তৃণমূল নেতা। সেখানেই হামলা চালায় ১০ জনের দুষ্কৃতী দল। হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, একজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজন গুরুতর জখম । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায়। জানা গিয়েছে, বাপি রায় ও মহম্মদ সাজ্জাদ নামে স্থানীয় ২ তৃণমূল নেতা শ্রীকৃষ্ণপুর এলাকায় অবস্থিত একটি হোটেলে ছিলেন। হঠাৎ করেই নয় থেকে দশ জনের একটি দুষ্কৃতীর দল সেই হোটেলে ঢুকে পড়ে তাঁদের উপর হামলা চালায়। হোটেলে ঢুকে তাঁদের লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। গুলি লাগে বাপি রায় ও মহম্মদ সাজ্জাদের। গুরুতর জখম রক্তাক্ত অবস্থায় দুজনকেই ইসলামপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক বাপি রায়কে মৃত বলে ঘোষণা করেন। ওদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্‍সাধীন মহাম্মদ সাজ্জাদ। হামলার ঘটনার খবর পেয়ে ছুটে আসেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি কানাইয়ালা লাগারওয়াল, তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস।