বিশাল দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল খড়দহ স্টেশন পারাপার করা দু’টি প্রাইভেট গাড়ি। রবিবার প্রায় ৮:৪০ নাগাদ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস খড়দহের কাছে আসছিল। চার নম্বর রেললাইন দিয়ে যাচ্ছিল হাজারিদুয়ার এক্সপ্রেস। গেট পড়ার পরে সিগন্যাল পেয়ে এগিয়ে যেতে শুরু করে। গেটম্যান সময়মতো লেভেল ক্রসিং গেট বন্ধ করে দিচ্ছিল। সেই সময় আরপিএফ দু’টি গাড়িকে গেটের দিকে এগিয়ে যেতে দেখে। তখনই চার নম্বর থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসটি গাড়িগুলোর মধ্যে ধাক্কা লেগে বেরিয়ে যায় এর ফলে গাড়িতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং দু’টি গাড়ির চালক মৃত্যুর হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অল্পের জন্য বেঁচে গিয়েছে এই দুর্ঘটনায়। টাটা সুমো গাড়িটিকে ট্র্যাকে আটকে রেখে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রাস্তায় গাড়ি জোর করে লেভেল ক্রসিংয়ে প্রবেশের ঘটনায় এফআইআর দায়ের করেছে রেল। ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস শেষ পর্যন্ত প্রায় ৯:০২ নাগাদ খড়দহ ছেড়েছে।