দেশ

তামিলনাড়ুর সরকারি স্কুলে চালু হল ব্রেকফাস্ট প্রকল্প, পড়ুয়াদের সঙ্গে বসে খেলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে পড়ুয়াদের জন্য সকালের টিফিন দেওয়ার প্রকল্প চালু করলেন। রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামরাজের জন্মবার্ষিকী উপলক্ষে আজ থেকে ব্রেকফাস্ট প্রকল্পটি চালু করলেন এম কে স্ট্যালিন। ১৫ জুলাই রাজ্যে ‘কালভি ভালরচি নাল’ (শিক্ষা উন্নয়ন দিবস) হিসাবে পালিত হয়। স্ট্যালিন নিজে আজ সকালে স্কুলের বাচ্চাদের সঙ্গে বসে সকালের খাবার খেলেন। সরকারি সূত্রে খবর, এই ব্রেকফাস্ট প্রকল্পে রাজ্য জুড়ে ৩,৯৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২৩৫৩৬ জন শিশু উপকৃত হবে।